দিনহাটা আদর্শ ক্লাবের সুবর্ণ জয়ন্তীতে বস্ত্রদান কর্মসূচি

Online Desk

দিনহাটা, ২৮ সেপ্টেম্বর : আজকের দিনে দুর্গাপূজার আগমনী আবহে দিনহাটা আদর্শ ক্লাবের পক্ষ থেকে এক মহৎ সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে সমাজের প্রয়োজনমতো মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

দিনহাটা গোসানি রোড সংলগ্ন এলাকায় আয়োজিত এই বস্ত্রদান কর্মসূচিতে অনেক মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় অভিভাবক, প্রবীণ নাগরিক থেকে শুরু করে বহু সাধারণ মানুষ এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। দুর্গোৎসবের আনন্দকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

ক্লাবের সম্পাদক মদন কর্মকার জানান, গত পঞ্চাশ বছর ধরে দিনহাটা আদর্শ ক্লাব কেবল সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রেই নয়, সামাজিক ক্ষেত্রেও নিজেদের দায়িত্ব পালন করে আসছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে তাঁরা প্রতিজ্ঞা নিয়েছেন—এভাবেই সমাজের পাশে থেকে আরও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবেন।

এই উদ্যোগে উপস্থিত সকলে মতপ্রকাশ করেন, দুর্গোৎসব শুধু আনন্দের উৎসব নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর উৎসবও বটে। দিনহাটা আদর্শ ক্লাবের এই মানবিক পদক্ষেপ আগামী দিনে অন্যদেরও অনুপ্রাণিত করবে।

Share This Article
Leave a comment