দিনহাটায় শুরু হচ্ছে MLA Cup 2025 ফুটবল টুর্নামেন্ট
দিনহাটা, ৪ অক্টোবরঃ দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থা (Dinhata Sub-Divisional Sports Association)-এর উদ্যোগে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত “MLA Gold Cup 2025” ফুটবল টুর্নামেন্ট। এবারের খেলা অনুষ্ঠিত হবে “কমল গুহ মেমোরিয়াল স্টেডিয়াম”-এ (সংহতি ময়দান, দিনহাটা)। টুর্নামেন্টের ফিক্সচার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মোট চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দুটি সেমিফাইনাল, এবং একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তিন দিনের ব্যবধানে।
প্রথম রাউন্ডের সূচি:
- ১০ অক্টোবর, বিকেল ৫টা: United Sports Kolkata বনাম Yuba Sangha BNR F.A
- ১০ অক্টোবর, রাত ৮টা: Calcutta Police A.C বনাম Kidderpore Sporting Club
- ১১ অক্টোবর, বিকেল ৫টা: Kalighat Football Lovers Association Kolkata বনাম A’Chik Football F.C (Manipur)
- ১১ অক্টোবর, রাত ৮টা: Gorge Telegraph Sports Club Kolkata বনাম North Bengal Armed Police
সেমিফাইনাল সূচি:
- ১২ অক্টোবর, বিকেল ৫টা: ম্যাচ ১-এর বিজয়ী বনাম ম্যাচ ২-এর বিজয়ী
- ১২ অক্টোবর, রাত ৮টা: ম্যাচ ৩-এর বিজয়ী বনাম ম্যাচ ৪-এর বিজয়ী
ফাইনাল ম্যাচ:
১৩ অক্টোবর, সন্ধ্যা ৭:৩০ টা — কমল গুহ মেমোরিয়াল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে এবারের গ্র্যান্ড ফাইনাল। দিনহাটার ক্রীড়াপ্রেমী মহলে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে। দূরদূরান্তের নামি ক্লাবগুলির অংশগ্রহণে এবারের টুর্নামেন্ট ঘিরে প্রত্যাশা তুঙ্গে। আয়োজকদের আশা, মাঠে থাকবে দর্শকদের উপচে পড়া ভিড় এবং একের পর এক রোমাঞ্চকর লড়াই।